আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১০:৪০

বন্দরের দেওয়ানবাগে যুবক খুন

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৪ | ৭:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ রাজিব(৩২)নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ হায়াত ও মিরাজ বাহিনী। এ ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রীয়ধীন রয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগের পাকা ব্রীজের সামনে এ গত্যাকান্ড ঘটে। নিহত রাজিব ওই এলাকার হোসেন মাদবরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানবাগ এলাকার হোসেন মাদবরের ছেলে রাজিবের সঙ্গে পার্শ্ববর্তী ছোটবাগ এলাকার আয়াত ও মিরাজ বাহিনীর দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় রাজিব মদনপুর বাসস্ট্যান্ড হতে তার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় পাকা ব্রীজের সামনে এলে সন্ত্রাসী আয়াত ও মিরাজসহ তাদের ৭/৮সহযোগী ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারি কুপিয়ে রাজিবকে নৃশংসভাবে হত্যা করে। এসময় রাজিবের চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন রাজিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মদনপুর আল বারাকাহ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজিবের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আয়াত ও মিরাজ বাহিনীর ৩টি ঘর আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। লাশ দাফন শেষে নিহত পরিবার মামলা করবে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে। এদিকে হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা