আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১০:৪৪

আড়াইহাজারে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবিকা পরিচয়ে চিকিৎসা

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তর(পশু হাসপাতাল)  এর মেইন গেইটের পাশে অসুস্থ পশু নিয়ে আসা,  কৃষকদের ডেকে নিয়ে সেবা দিচ্ছে ভুয়া ডাক্তার বিলকিস (৩৫)। বৃহস্পতিবার(১০ ই অক্টোবর) সকাল ১১ টায়  সরজমিনে উপজেলা পশু হাসপাতালের মেইন গেইটের  পাশে ডাক্তার পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়ে কৃষকদের ডেকে নিয়ে ডাক্তারি ভিজিট বাবদ ৩০০ হতে ৫০০ টাকা নিয়ে লিখিত প্রেসক্রিপশনের মাধ্যমে নিজের ভাইয়ের দোকান পরিচয়ে ঔষধ নিতে কৃষকদের বাধ্য করতে দেখা যায়। ভুয়া ডাক্তার বিলকিস উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবিকা পরিচয়ে চিকিৎসা সেবা দিচ্ছে বলে জানায় তিনি। এ বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ভূঁইয়া জানান, বিলকিস নামে আমাদের পশু হাসপাতালে কেহ কর্মরত নেই। স্থানীয় সূত্রে তথ্য পাওয়া যায় ইতিপূর্বেও একাধিকবার তাকে সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার বিষয়টি জানতে পেরে সতর্ক করেছেন। পূর্বে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী মহলের সহযোগিতায় সে তার কার্যক্রম চালিয়ে গিয়েছে। বর্তমানে আবার নতুন করে প্রাণিসম্পদ কর্মকর্তা বদলি হওয়াতে সক্রিয় কার্যক্রম চালু করেছেন এই বিলকিস। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন ,তথ্য প্রমান পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা