আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১০:৪৯

ফতুল্লায় ব্যবসায়ীর অফিস জোরপূর্বক দখল

ডান্ডিবার্তা | ১৪ অক্টোবর, ২০২৪ | ৯:৩৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ফতুল্লার জামতলায় কাজী আরমান নামের এক ব্যবসায়ীর ডেভেলপার অফিস জোরপূর্বক দখল করে লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় কাজী আরমান নামের ওই ব্যবসায়ীর ডেভেলপার অফিস জোরপূর্বক দখল করে লুটপাট ও তার উপর হামলা চালায় মঈনুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনায় কাজী আরমান নামের ওই ব্যবসায়ী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বরাত দিয়ে মোঃ কাজী আরমান নামের ওই ব্যবসায়ী জানান, আমি দীর্ঘদিন বাইরে থাকায় অফিসে আসতে পারেনি। গতকাল সোমবার সকাল ৮টার দিকে বিবাদী মঈনুল ইসলাম (৪০) ও তার সহযোগীরা জোরপূর্বক আমার ডেপলেপার অফিসের কিছু অংশ ভেঙে গাড়ির গ্যারেজ তৈরীর চেষ্টা করেন। এসময় তারা আমার অফিসের বিভিন্ন মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করেন। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করলে মঈনুল ইসলাম ও তার সহযোগীরা আমাকে মারধর করে গুরুত্বর জখম করে। এসময় মারধর করতে করতে মঈনুল ইসলাম আমাকে হুমকি দেয় যে, তুই যদি এই অফিসে আর আসিস তাহলে তোকে জানে মেরে ফেলবো, নয়তোবা যেকোন মিথ্যা ফাঁসিয়ে দিবো। তার এ ধরনের হুমকিতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ হামিদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা