
ডান্ডিবার্তা রিপোর্ট:
সারা দেশে এখন একটি দুর্ভোগের নাম যানজট। যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। শিক্ষার্থী সমাজের কেউ কেউ জানিয়েছেন এই যানজট সৃষ্টি ও দ্রব্যমূল্যে বাজারের পরিস্থিতি বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছে৷ শুধু দেশেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও এই প্রশ্ন উঠে আসবে বলে ধারনা করছেন শিক্ষার্থী সমাজ৷ যা এই মুহূর্তে কখনোই কাম্য নয়৷ দেশের এখনো সুশৃঙ্খল অবস্থানে ফেরা বাকি৷ এমনটিই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আন্দোলনকারী ও সংগঠক নিরব রায়হান। তাই যানজট নিরসনে সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে৷ যেভাবে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার সরকারকে পতন করেছে ছাত্র-জনতা৷ তেমনি ঐক্যবদ্ধ থেকে দেশের যেকোনো সংস্কারমূলক কাজ তারা করে যাচ্ছেন৷ তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে তারা যানজট নিরসনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন৷গত ১০ অক্টোবর রাতে পরিকল্পনা করে ১১ অক্টোবর শুক্রবার থেকে যানজট নিরসনের কাজে নামেন তারা। শিক্ষার্থীরা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দশমীর দিনে যানজট মুক্ত রেখেছে নারায়ণগঞ্জ শহরকে৷ ঢাকার যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ সহ নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী সাইনবোর্ডেও তারা এই কার্যক্রম পরিচালনা করছেন৷ নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া, চাষাঢ়া টু পঞ্চবটী রোড, ২নং রেলগেইট, লঞ্চঘাট সহ বন্দর, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, তারাবো বিশ্বরোড, সোনারগাঁ এলাকায় তারা কাজ করছেন৷ এতে অংশ নিয়েছেন তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কদমরসূল কলেজ, মিছির আলী কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। দশমীর দিনেও যারা এই যানজট নিরসনের জন্য কাজ করেছেন তাদের একটি অংশ হলো– নিরব রায়হান, মাহফুজ খান, রিফাত হোসাইন অন্তূ, যোবায়ের আহমেদ সিয়াম, জুবায়ের আহমেদ, সামিউল খান, তাফাজ্জুলুল হক, শিহাব, তানভীর, রায়হান, আলমগীর, সজীব, হাসান সহ আরও অনেক শিক্ষার্থীরা৷ সাথে যুক্ত থেকেছে এনএসএফ গ্রুপ, এনবিএস গ্রুপ, রোভার অনিকের ‘মানব সেবায় আমরা ছাত্র সমাজ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব রায়হান বলেন যানজট মুক্ত নারায়ণগঞ্জ তো বটেই একইসাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও শীঘ্রই কাজ শুরু হবে ইংশা আল্লাহ। আমরা প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে কিভাবে কাজ করতে পারি এই ব্যাপারে সকলের সাথে আলোচনা করছি। নারায়ণগঞ্জে সহ সারা বাংলাদেশে আমরা সম্মিলিতভাবে সকল সমস্যার সমাধানে কাজ করতে চাই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯