
ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লায় দুর্ধর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের অন্যতম প্রধান সহযোগী ও ছাত্র-জনতা হত্যা মামলার আসামী সন্ত্রাসী পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন চাদনী হাউজিং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে কুখ্যাত এই সন্ত্রাসীকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, পাগলা হামিদের গ্রেফতারের খবরে স্বস্তির নি:শ্বাস ফেলছে এলাকাবাসী। তারা বলছে, কুখ্যাত এই অপরাধীর অত্যাচারে এতোদিন ভয়ে দিন কাটাতাম আমরা। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী। জানা গেছে, একসময় গাড়ি চালক হিসেবে কর্মরত থাকলেও আজমেরী ওসমানের অন্যতম সহযোগী এই আব্দুল হামিদ ওরফে পাগলা হামিদ নানা অপকর্ম করে শতকোটি টাকার মালিক বনে গেছে। আজমেরী ওসমানের সকল অবৈধ অস্ত্র তার কাছে সুরক্ষিত থাকতো বলেও অভিযোগ রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো ফতুল্লার শাসনগাঁয়ের চাঁদনী হাউজিংয়ের বাসিন্দাসহ পুরো ফতুল্লাবাসী। পট পরিবর্তনের পর আজমেরী ওসমানের প্রধান সহযোগী হিসেবে পরিচিত বহু অপকর্মের হোতা হামিদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে স্থানীয়রা। জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, জমি দখল থেকে নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের মতে, হামিদ তার অবৈধ ব্যবসা পরিচালনা করতে প্রায়ই অবৈধ অস্ত্র প্রদর্শন করতেন। বিশেষ করে জমি দখল কিংবা বিচার শালিসে অস্ত্র দিয়ে হুমকি দিতেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আজমেরী ওসমান প্রথম আশ্রয় নেন পাগলা হামিদের বাসায়। এছাড়াও ৫ আগস্ট সকালে পাগলা হামিদের নেতৃত্বে চাষাড়া চত্বরে ছাত্রদের উপর গুলিবর্ষন করা হয়। তৎকালীন প্রয়াত সারাহ বেগম কবরী এমপি থাকার সময় পাগরা হামিদের বাড়ি থেকে ডাকাতির তুলা উদ্ধার করা হয়। তখন তুলা ডাকাতির মামলায় তাকে আসামি করা হয়। শাসন গাঁও (বর্তমানে পার্ক) এলাকায় মেলা, জুয়া ও অশ্লীল নাচের আসর বসাতো নিয়মিত। ওই সময়ে কবরীর ক্যাডার হিসেবে এলাকায় শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো। তার অত্যাচারে চাঁদনী হাউজিং এলাকায় একজন গার্মেন্টস মালিক তার প্রতিষ্ঠান সরিয়ে আনতে বাধ্য হয়। এরপর শামীম ওসমান এমপি হওয়ার পর ফতুল্লা থানা আওয়ামীলীগের এক শীর্ষ নেতাকে নারী সাপ্লাই দিয়ে সম্পর্ক গড়ে তোলে পাগলা হামিদ। পরে ওই নেতার শেল্টারে শুরু নতুন করে পাগলা হামিদের অপকর্মের পথচলা। সেখান থেকে আজমেরী ওসমানের বাহিনীতে যোগ দেয়। উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯