আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৬

রিসোর্টকান্ডের মাস্টারমাইন্ড সোহাগ রনি!

ডান্ডিবার্তা | ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে আলোচিত ঘটনা ঘটে। সেদিন হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী জান্নাত-আরা ঝর্ণাসহ রিসোর্টে অবস্থান করছিলেন। তখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ রনি তার সমর্থকদের নিয়ে সেখানে গিয়ে মামুনুলকে হেনস্থা করে। পরবর্তীতে হেফাজতের কর্মীরা মামুনুলকে উদ্ধার করে। এই ঘটনার পরেই সোহাগ রনি মামুনুল হকসহ আলেম ও সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এরপর ৩০ এপ্রিল ২০২১ সালে রহস্যজনকভাবে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত-আরা ঝর্ণা থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে, ২০২৪ সালের ২৪ অক্টোবর মামুনুল হককে এই মামলায় খালাস দেওয়া হয়। সোহাগ রনি ২০১১ সালে ছাত্রলীগের জেলার সহ-সভাপতি পদে আসার পর থেকেই আধিপত্য বিস্তার শুরু করেন। তার প্রভাবশালী অবস্থানের মাধ্যমে জমি দখল, বালু মহল নিয়ন্ত্রণ এবং মেঘনা ইকোনমিক জোনের কন্সট্রাকশন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন খাতে একক আধিপত্য গড়ে তুলেছেন। এলাকাবাসীর মতে, সোহাগ রনি এই সময়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ২০১৫ সাল থেকেই তার সম্পদ বৃদ্ধির প্রবণতা শুরু হয়, যার মধ্যে রয়েছে একাধিক বাড়ি, গাড়ি, এবং বিশাল ব্যবসা প্রতিষ্ঠান। সোহাগ রনি তার সম্পদ রক্ষায় গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে সোনারগাঁ রিসাইকেল ইন্ডাস্ট্রি, সুলতান কন্সট্রাকশন, সাফওয়ান ট্রান্সপোর্ট এবং আরও কিছু ব্যবসা। সৌদি আরবের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে, যা তাকে আন্তর্জাতিক ব্যবসায়িক খাতেও প্রভাবশালী করেছে। অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে রাতারাতি সম্পদশালী হয়ে ওঠা এই নেতা তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হলেও তাকে গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের কোন পদক্ষেপ পাওয়া যায়নি এবং ৫ আগস্টের পর থেকেই সে পলাতক রয়েছে বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা