আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৬

ছাত্রলীগ দিয়ে শিক্ষাঙ্গনকে কসাইখানায় পরিণত করেছিল আ.লীগ

ডান্ডিবার্তা | ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ইসলামী ছাত্র ফোরাম নারায়ণগঞ্জের ছাত্রনেতা আছেম আল হুসাইন বলেছেন, স্বৈরাচারের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ছাত্রলীগ একটি বৃহৎ সন্ত্রাসী সংগঠন। এই ছাত্রলীগ দিয়ে আওয়ামীলীগের বিগত সরকার দেশের শিক্ষাঙ্গনকে কসাইখানায় পরিণত করেছিল। ১৬টি বছর দেশের শিক্ষাঙ্গন ছিল ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনের কাছে জিম্মি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ পোস্টকে একথা জানান তিনি।  ছাত্রলীগের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আছেম বলেন, খুন খারাপি হত্যা লুটপাট চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছিল ছাত্রলীগের রগ রেশায় প্রবাহিত। এদের কারণে যে কত মায়ের বুক খালি হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে তার কোন ইয়ত্তা নেই। আমরা ইসলামী ছাত্র ফোরাম নারায়ণগঞ্জের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাতে চাই যে, তিনি বাংলাদেশের এই বৃহৎ একটি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  আগস্ট বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন,  ১৫ জুলাই ২০২৪ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছেন এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছেন তাদেরকে অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা