
ডান্ডিবার্তা রিপোর্ট:
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে নিয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ‘দানা’র বেশ প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাত থেকেই দমকা বাতাসসহ হালকা বর্ষণ হতে শুরু করে। থেমে থেমে কখনও গুড়ি বৃষ্টি, আবার কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সূর্যেরও তেমন দেখা মেলেনি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হওয়ার কারণে বুধবার (২৩ অক্টোবর) থেকেই নারায়ণগঞ্জে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। আকাশ মেঘে ঢেকে যাওয়ার পাশাপাশি, তাপমাত্রাও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যায়। সময় গড়াতে গড়াতে বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়, নাম হয় তার ‘দানা। উৎপত্তিস্থল হতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। দিনভর বৃষ্টিতে নারায়ণগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে চাকুরীজীবী ও ব্যবসায়ীরা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট গায়ে দিয়ে, কেউবা পলিথিন মাথায় দিয়ে রওনা দিয়েছেন। বৃষ্টিতে ভেজার ইচ্ছে নাই বলে, কেউ কেউ আবার রিক্সা ভাড়া করছেন। তবে প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন কেউ বের হচ্ছেন না। সকাল থেকে বিভিন্ন মার্কেট, বিপনী বিতান, দোকান খোলা হলেও ক্রেতাদের তেমন দেখা মিলছে না। ব্যাংক ও অন্যান্য অফিসগুলোতেও গ্রাহকদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। বেচাকেনা নেই বলে আবার বিকালের দিকেই অনেকে দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে ছুটছেন। বৃষ্টির কারণে সড়কের পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরাও পণ্য সামগ্রী গুটিয়ে রেখেছেন। তারা বৃষ্টি শেষ হবার অপেক্ষায় আছেন। আকাশ নামে এক পোশাক বিক্রেতা বলেন, রাস্তার পাশে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করি। বৃষ্টির কারণে আজকে মালামাল সাজাতে পারিনি। ছাউনি দেয়ার কোন ব্যবস্থা নাই। তাই আপাতত পলিতে সব রাখছি, বৃষ্টি থামলে বেচাকেনা শুরু করবো। বৃষ্টির কারণে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। যতই সময় যায়, ততই সড়কের অংশগুলো ধীরে ধীরে ডুবে যায়। নগরীর বঙ্গবন্ধু রোডে প্রেসিডেন্ট রোডে ঢুকতে, উকিলপাড়ার দিকে, পপুলার ডায়াগনস্টিকের গোলিসহ বিভিন্ন জায়গায় পানি জমতে দেখা গেছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায়, বঙ্গবন্ধু সড়কের অনেক জায়গায় বৃষ্টিতে পানি জমে। আগামী শুক্রবারও নারায়ণগঞ্জসহ দেশের ৫টি বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯