
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসায় হামলার ঘটনায় সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বামজোট নেতৃবৃন্দ। বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস, সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এই দাবি জানান। বিবৃতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসায় এবং সচিব আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরপর তিনবার নির্বাচিত নাসিকের সৎ, নীতিবান আদর্শবান কাউন্সিলর ছিলেন অসিত বরণ বিশ্বাস। সাবেক কাউন্সিলর অসিতের বাসায় গত ২৭ অক্টোবর দিবাগত রাত ১ টায় সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান, সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অসিতকে খুঁজতে থাকে এবং ঘরে ভাঙচুর চালায়। বাসায় অনুপস্থিত থাকায় অসিতকে না পেয়ে সন্ত্রাসীরা বেড়িয়ে যায়। অসিত এর বাসায় হামলার খবর পেয়ে তাকে উদ্ধারে আসা তার সচিব আবুল কালামকে রাস্তায় পেয়ে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে। আবুল কালাম মারাত্মক আহত হয়ে এখনও হাসপালালে চিকিৎসাধীন। সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কী অদৃশ্য কারণে থানার ওসি এখনও মামলা এন্ট্রি করে নাই, কাউকে গ্রেফতারও করে নাই। নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনে থানায় প্রভাবশালীরা অপরাধ করলেও তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মামলা দিতে পারে নাই। কিন্তু দুই হাজারের বেশি ছাত্র শ্রমিক জনতা জীবন দেয়ার পর গণঅভ্যুত্থান হয়েছে। তারপর একটি অন্তর্বর্তী কালীন সরকার ক্ষমতায় আছে। এসরকারের সময়ে দেশবাসী পূর্বের ন্যায় পক্ষপাতদুষ্ট পুলিশ দেখতে চায় না, পুলিশকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। যে জনতা স্বৈরাচারকে হটিয়েছে পুলিশের এই বিভ্রান্তিকর আচরণ জনতা সহ্য করবে না। নেতৃবৃন্দ সাবেক কাউন্সিলর অসিতের বাসায় এবং আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯