
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির বিদ্রোহী নেতারা বহাল তবিয়তে রয়েছে এলাকায়। ক্ষমতার স্বাদ নিলেও দলের মহানগর ও ওয়ার্ড কমিটির গুরুত্বপূর্ণ পদ নেয়া নিয়ে তুমুল আলোচনায় সমালোচনায় ছিলেন তারা। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কমিটি ঘোষণার পর থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও ১৭টি ওয়ার্ড কমিটিতে ছিল পক্ষে-বিপক্ষে মুখোমুখি অবস্থান। ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা নিয়ে পুরো দেশ আলোচনায় উঠে আছে। তখনই ১৮ জুলাই নারায়ণগঞ্জে দিন-রাতব্যাপী তা-ব ঘটে। এতে সরকারি বেসরকারি ও নিজস্ব প্রতিষ্ঠানে ভাঙচুর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার উপস্থিতিতে নেতা-কর্মীরা ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে তা-ব চালায়। এতে ডিআইটি এলাকার সাড়ে ছয় বছরের রিয়া গোপও গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পদধারী ও বিতর্কিত নেতা-কর্মীরা এলাকা ছাড়া রয়েছেন। অন্যদিকে মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী নেতারা এখনো এলাকায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ও ছাত্র-জনতার বিরুদ্ধে পোস্ট দিতেও দেখা গেছে তাদের। শুক্রবার বাসা বাড়িতে গ্যাসের দাবিতে বন্দর নাসিম ওসমান সেতুর সামনে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর ইসলামের নেতৃত্বে নারী পুরুষরা মানববন্ধন করে। এসময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জসুসহ যুবলীগ ছাত্রলীগের কয়েকজন নেতাকে দেখা গেছে। ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা ও মোয়াজ্জেম হোসেনকে তার সোনাকান্দা এলাকাতে দেখা গেছে। তারা দুইজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পোস্ট করছে বলে অভিযোগ রয়েছে। বন্দরের খান মাসুদ পালিয়ে গেলেও তার সমর্থকরা বন্দর থানা বিএনপি নেতাদের অধীনে রয়েছে বলে জানা গেছে। বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিনি এলাকা ছাড়া রয়েছেন। তার সমর্থকরা বিএনপি নেতাদের সাথে সমাঝোতায় এলাকায় রয়েছেন বলে জানা গেছে। শহরের ১৮নং ওয়ার্ডের সভাপতি কামরুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক কবির হোসেনকে এলাকায় দেখা গেছে। ১৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি মনোয়ার হোসেন মনাকে এলাকায় বীরদর্পে দেখা গেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯