
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত জরুরী যৌথ সভায় এ আল্টিমেটাম দেন তারা। প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আইউব, হাবিবুর রহমান বাদল, মাহবুবুর রহমান মাসুম, রুমন রেজা, খন্দকার শাহ্ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, প্রেসক্লাবের ক্লাবের সিনিয়র সদস্য ফজলুল বারী, সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (বিএফইউজে)’র সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, প্রেসক্লাব কার্যকরী কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, নাহিদ আজাদ, এম আর কামাল, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম সোহেল, প্রণব কৃষ্ণ রায়, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, শফিকুল আলম সুজন প্রমুখ। সভায় নেতৃবন্দ বলেন, ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের ৫৮ বছরের ইতিহাসে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা আগে কখনো ঘটেনি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করে তারা বলেন, প্রেসক্লাবে হামলার আশঙ্কা করে হামলা হওয়ার দেড় ঘন্টা আগে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে হামলাকারীদের হামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ আহত হলে ক্লাবের অন্যান্য সদস্য এবং ক্লাব স্টাফরা হামলার নেতৃত্বদানকারীকে আটক করে পুলিশে দেয়। কিন্তু উল্টো হামলাকারীদের পক্ষে মিথ্যা মামলা গ্রহন করায় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার এবং হামলাকারীদের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন তারা। অন্যথায়, পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর থানার ওসির প্রত্যাহার দাবিসহ বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয় নেতৃবৃন্দ। একইসাথে, হামলাকারীদের ইন্ধনদাতা হিসেবে যাদের নাম প্রকাশ পেয়েছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের স্বাধীণতা সংগ্রামের আগে গঠিত এই নারায়ণগঞ্জ প্রেসক্লাব বিগত ৫৮ বছর যাবৎ স্বাধীনভাবে চলে আসছে। কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি প্রেসক্লাবের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করার চেষ্টা করেনি। এমনকি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলেও তৎকালীণ এমপি-মন্ত্রী-মেয়র কিংবা নেতাকর্মীরা ক্লাবের কার্যক্রমে হস্তক্ষেপের দু:সাহস দেখায়নি। তবে, সম্প্রতি ৫ আগস্ট পট পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাদের ইন্ধনে ঐ দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও দুস্কৃতিকারীরা প্রেসক্লাবে হামলা চালায়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও গর্হিত কাজ। ফলে, এই হামলার পেছনের ইন্ধনদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এছাড়াও, যে সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনের ব্যক্তিরা এ ধরনের নামবিহীন ব্যক্তি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে এ কর্ম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, তাদের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯