আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪১

নারায়ণগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মো: আবু জাফরের  নেতৃত্বে এসময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র  যুগ্ন আহ্বায়ক রাকিব সরদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ. এম. সিফাতুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো: হৃদয়, সদস্য আল-আমিন, জুবায়ের মাহমুদ, রুপম, হাসান,  ইমন, নাহিদ হাসান, নোমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শরিফ, মোরসালিন, টগর, শাহরিয়ার, সিফাত, শামিম, হেলাল সহ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ। এসময় বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মো: আবু জাফর বলেন, দেশ ব্যাপী নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত করতে ছাত্ররা রাজপথে প্রাণ দিয়েছে।ছাত্র-জনতার সফল আন্দোলনে  ফ্যাসিস্ট হাসিনা সরকারের  পতন হয়। কোন দলকে চাঁদাবাজি আর নৈরাজ্যের সুযোগ করে দেওয়ার জন্য রাজনৈতিক সকল দল ও ছাত্র-জনতা আন্দোলন করেনি। স্বৈরাচারের পতনের পর দেশে চাঁদাবাজি আর লুটপাট বেড়ে গেছে।নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। এখন থেকে কেউ নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজি, লুটপাট, ভুমিদস্যুতা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা