
ডান্ডিবার্তা রিপোর্ট:
সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াসকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াসকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাসায় ও সচিব আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪ টায় ২ নং রেল গেইটে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার ও জেলা বাসদের বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ। নেতৃবৃন্দ বলেন, ২৭ অক্টোবর দিবাগত রাত ১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াসকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় হামলা চালায় সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ও সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানের নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। দুটি দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অসিতকে না পেয়ে ঘরে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য কাউন্সিলর অসিতের সচিব আবুল কালাম গেলে তাকে একই সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে। মারাত্মক আহত হয়ে আশংকাজনক অবস্থায় আবুল কালাম প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নেতৃবৃন্দ বলেন, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস ২৮ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও এখনও মামলা এন্ট্রি করে নাই এবং হামলার মূল হোতা সন্ত্রাসী রিয়াদ ও বিন্নি কাউকে গ্রেফতার করেনি। ভিডিও ফুটেজে রিয়াদ ও বিন্নির হামলায় উপস্থিতি স্পষ্ট হলেও পুলিশ অদৃশ্য কারণে মামলা গ্রহণে গড়িমসি করছে। নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পর একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। গণ-অভ্যুত্থানের আড়াই মাস পরেও স্বৈরাচারের দোসররা কীভাবে একজন সৎ নীতিবান আদর্শবান কাউন্সিলর, প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্ব ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় নেতৃত্বের উপর হামলা চালাতে পারে তা আমাদের বোধগম্য নয়। একটি অন্তবর্তী সরকারের সময়ে পুলিশ কীভাবে সন্ত্রাসীদের দ্বারা প্রভাবিত মামলা গ্রহণে তালবাহানা করে? স্বৈরশাসক হাসিনার সময় দেখেছি আওয়ামী লীগের নির্দেশ ছাড়া পুলিশ কোন মামলা নিতো না। স্বৈরাচার পতনের পর এখন কার প্রভাব কাজ করছে? সাবেক কাউন্সিলর অসিতের উপর হামলার ঘটনায় পুলিশের ন্যক্কারজনক ভূমিকায় নারায়ণগঞ্জের নাগরিক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠছে। পুলিশের মধ্যে অতীত স্বৈরাচারের প্রেতত্মা জনগণ সহ্য করবে না। আগামীকাল বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নারায়ণগঞ্জ বিক্ষুব্ধ নাগরিক সমাজ প্রতিবাদ কর্মসূচি পালন করবে। মামলা গ্রহণ ও আসামীদের গ্রেফতার না করলে বাসদ ও বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯