আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:২১

চরসৈয়দপুরে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব

ডান্ডিবার্তা | ০৩ নভেম্বর, ২০২৪ | ১০:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দিদার গং। সম্প্রতি এই ঘটনা অহরহ ঘটছে। জানা গেছে, গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রাউন সিমেন্ট সংলগ্ন মেইন গেটের সামনে গ্যাসের মেইন পাইপ থেকে অবৈধভাবে সংযোগ দেওয়ার ১০-১২টি সংযোগ পাইপ যুক্ত করা হয়েছে। এসব লাইন থেকে গ্রাহক পর্যায়ে গ্যাস সংযোগ দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী ও গ্যাস চোর চক্রের হোতা দিদার, মাদবর, সারোয়ার, আমজাদ হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী দিনে দুপুরে প্রকাশ্যে গ্যাসের মেইন পাইপ কেটে ১০-১২ টি অবৈধ গ্যাস সংযোগ বের করে রেখেছে। প্রত্যেকটি সংযোগ থেকে ২০-৩০ হাজার করে টাকা হাতিয়ে নিতে ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রাহকের সাথে তারা কথা বলেছে। মূলত স্থানীয় গ্যাস কন্ট্রাকটার হিসেবে পরিচিত খলিলের মাধ্যমে এই গ্যাস চোর সিন্ডিকেট এসব অপকর্ম করে আসছে। জানা গেছে, গ্যাস কন্ট্রাকটার হিসেবে পরিচিত খলিলের এক নিকট আত্মীয় তিতাস গ্যাস অফিসে কর্মরত ছিল। সেই সুবাদে তিতাস গ্যাস অফিসের নানা কাজ করে থাকে খলিল। তবে বর্তমানে তার সেই আত্মীয় অবসরে চলে গেলেও তার দৌরাত্ব থেমে নেই। তিনি স্থানীয় গ্যাস চোর সিন্ডিকেটের সাথে যোগাসাজসে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা