আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৩৯

শহরে বিদ্যুৎ ক্যাবল  স্থাপনে ; ধীরগিততে জনগণ দুর্ভোগের শিকার  

ডান্ডিবার্তা | ০৬ নভেম্বর, ২০২৪ | ১০:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া  হতে মূলসড়কের  পাশদিয়ে মাটি খুড়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ ক্যাবল  সরবরাহ করতে দেখা যায় খাঁনপুর হাসপাতাল পর্যন্ত। দীর্ঘ দিন যাবৎ এ স্হাপনার কাজ চলছে । মূলসড়কে  এ কাজের ফলে রাস্তা সরু হওয়ায় একে সৃষ্টি হচ্ছে  পরিবহনের যানঝট অপরদিকে  মানুষের চলাচলে প্রতিবন্ধকতা। চলার পথে দেখা যায়  রাস্তার বিভিন্ন স্হানে  ক্যাবল  ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সাথে   খুঁড়ে তোলা মাটির স্তুুপ পড়ে আছে । তবে সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে চাষাঢ়া  বাগেজান্নাত মসজিদে নামাজ পড়তে আসা অর্ধশত  মুসল্লীদের। মসজিদের সামনে এমন ভাবে হাই ভোল্টের ক্যাবল  খোলামেলা ভাবে রাখা হয়েছে এতে র্ধমপ্রান মুসলমানদের মসজিদে আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে । অনেকে আবার  আতঙ্কিত হয়ে যায়।  নির্মান করী  প্রতিষ্ঠান জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা না করে  ও যাতায়াত পথের সুব্যবস্হা  তৈরী না করে   উদাসীন ভাবে  অবহেলায় কচ্ছপ গতিতে  কাজ করে চলছে বলে  এমনটাই  অভিযোগ তুলে ধরেন অনেকে । দীর্ঘদিন ধরে চলমান এই নির্মাণ কাজের ফলে এলাকায় বেশ কিছু রাস্তা বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী  স্বাভাবিক ভাবে  যাতায়াত করতে পারছে না। তাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সকলের দাবী  দ্রুত এই নির্মাণকাজ শেষ করে যাতায়াতের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা