আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:২৩

নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের শো-ডাউন

ডান্ডিবার্তা | ০৭ নভেম্বর, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ সদর থানার নবনির্বাচিত সভাপতি জিকো খান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। উপলক্ষে শহরে শো-ডাউন করেছে। সদর থানা জাসাসের সকল ইউনিটের হাজারো নেতা-কর্মী নিয়ে শতাধিক মটর সাইকেল নিয়ে তিনি মিছিল বের করেন। মিছিলটি ২নং রেলগেইটস্থ বিএনপির কার্যালয় থেকে চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে জাসাসের অনুষ্ঠানে যোগ দেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ছোট ভাই জিকো খান এই প্রথম রাজনীতিতে রাজপথে বিশাল শো-ডাউনে প্রশংসা সৃষ্টি হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। জেলা ও মহানগর বিএনপির সাবেক অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যম-িত। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা