
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদারের অস্ত্রধারী বাহিনী মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে, অস্ত্র দিয়ে গুলি করেছে। নারায়ণগঞ্জবাসী প্রথম চায় এসব গডফাদার বাহিনীর বিচার হউক। তাদের বিচার করতে হবে। তাদের বিচার করা ছাড়া আগামীতে নারায়ণগঞ্জে শান্তি ফিরে আসবে না। শেখ হাসিনার দোসররা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এখন সে অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে। তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়া জিয়া হলে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ৫ আগস্টের পর সাত থানায় অনেক সাজানো মামলা হয়েছে। পুলিশ অনেক মামলা অহেতুক নেয়ায় আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পুলিশকে বলবো আপনারা সচেতন হোন। পুলিশকে বলবো সঠিক তদন্ত করে মামলা নেওয়া উচিত। ৩ মাস হয়ে গেলেও অনেক মামলার কোন অগ্রগতি নাই। পুলিশের মধ্যে বৈপ্লবিক চিন্তা ধারণ আনতে হবে। যারা দুষি তাদের শাস্তির আওতায় আনতে হবে। নগরবাসী অনেক সমস্যার সমাধান চায় উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, যানজটে নারায়ণগঞ্জবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ট্রাফিক পুলিশকে আহবান করবো সচেষ্ট হোন। দ্রব্যমূল্যের দাম উর্দ্ধগতি রোধে প্রশাসনকে কাজ করতে হবে যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়। গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জকে সুন্দর করতে হলে সব সংগঠনকে সুন্দর করতে হবে। প্রেস ক্লাবে ভালো সাংবাদিকও আছে, ভালো সাংবাদিকও আছে। আমি কথা বলি খারাপ ও হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে। খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে ভালো সাংবাদিকের আন্দোলন করা উচিত। ফতুল্লাতে তেল চোর, জায়গা দখলকারী, মাস্তান, ছিনতাইকারী প্রেস ক্লাবের সদস্য। আমি অবাক হয়ে যাই একটি আদর্শিক পেশায় খারাপ মানুষ কিভাবে সম্পৃক্ত হয়। তারা প্রেস ক্লাবে ভর করে থানায় দালালী করে। বিভিন্ন দখলে সাংবাদিকদের ব্যবহার করে। আমি বলছি সব সময়ে খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে। আমি বললে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবেন দিতেই পারেন এটা আপনার অধিকার। কিন্তু প্রকৃত বিষয় আগে বুঝতে হবে। নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম সানি। সমাবেশে প্রধান বক্ত ছিলেন জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। কেন্দ্রীয় জাসাসের ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম সানি বলেন, নারায়ণগঞ্জের ডিসি ছাত্রলীগের ক্যাডার ছিল। তার আচরনে স্বৈরাচারী শেখ হাসিনার ভ’ত তার কাছ থেকে সরেনি। সারা দেশে শেখ মুজিবের মূতি অপনারন হলেও নারায়ণগঞ্জে ডিসি তার কার্যালয়ের সামনে এখন শেখ মুজিবের মূর্তি কাপড় দিয়ে ডেকে রেখেছে। আগামী ৭ দিনের মধ্যে শেখ মুজিবের মূর্তি অপসারন করা না হলে নারায়ণগঞ্জের জনগণ সে মূর্তি ভেঙ্গে দিবে। সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ূন কবির, বিএনপি নেতা এড. জাকির হোসেন, এড. বারী ভূইয়া ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ। আলোচান শেষে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। বিগত হাসিনা সরকারের সময় নারায়ণগঞ্জে দেড় যুগে বিএনপি ও অঙ্গসংগঠন কোন সভা সমাবেশ করতে পারেনি। দেড়যুগ পরে এই জিয়া হলে বিএননপির সহযোগি সংগঠন জাসাস বিশাল সমাবেশ করতে পরেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯