আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:১৭

স্বৈরাচার ও তাদের দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে

ডান্ডিবার্তা | ০৮ নভেম্বর, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ইসলমী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিগত পতিত সরকার বিভিন্ন অজুহাতে জাতিকে বিভক্তি করে রেখে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত ছিলো। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে দেশপ্রেমিক জনতার উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গণহত্যার পথ বেছে নিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। গুলিবিদ্ধ করেছে লাখ লাখ ছাত্র জনতাকে। হাজার হাজার পঙ্গুত্ববরণ করে অসহ্য যন্ত্রণায় ভুগছে। অসংখ্য মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। অনেক মা-বোন বিধবা হয়েছে। কাজেই গণহত্যাকারী ফ্যাসিবাদী খুনি হাসিনার বিচার আগে করতে হবে। তিনি বলেন, খুনিরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে এখনও চক্রান্ত করছে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে তারা কখনো আনসার, চাকমা, গার্মেন্টস কর্মী কখনো জঙ্গি সেজে কাজ করছে। এসকল অপকর্ম অন্তর্বর্তী সরকারকে কঠোরহস্তে দমন করতে হবে। সেইসাথে বাজার সিন্ডিকেটে জড়িতদের দমন করে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি দরকার। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। এগুলোকে সামাল দিতে না পারলে পতিত সরকারের ষড়যন্ত্র আরো বেড়ে যাবে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শহরের পানির টাংকি সংলগ্ন  মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪ নং ওয়ার্ড  শাখার  সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ মাজিবুর রহমান এর সভাপতিত্বে, সেক্রেটারি মুহাম্মাদ আমির হোসেন এর সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম  ইসলামী  আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর  শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সহ-সভাপতি মোহাম্মাদ আরিফ উল্লাহ জাদরান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইম হুসাইন, আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪ নং ওয়ার্ড এর দায়িত্বশীলবৃন্দ। মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে সর্বত্র জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে নাস্তিক-মুরতাদদেরকে নিয়োগ দিয়ে ইসলামপন্থিদেরকে মৌলবাদী ও সাম্প্রদায়িক বলে গাল দেওয়ার সুযোগ করে তিনি বলেন, বর্তমান দুদকের মহাপরিচালক বলছেন, বিগত আওয়ামী লীগের পাচার করা টাকা নাকি ফেরত আনা সম্ভব নয়। অথচ যে দেশে টাকা পাচার করেছে, সে দেশের মন্ত্রী বাংলাদেশ চাইলে তারা টাকা ফেরত দিতে বাধ্য। দুদকে নিয়োজিতরা ফ্যাসিবাদের দোসর, তাদেরকে গ্রেফতার করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা