আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:২৯

পকেটমার আখ্যা দিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশসহ ২ জনকে গণপিটুনি

ডান্ডিবার্তা | ১০ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পকেটমার আখ্যায় দিয়ে পুলিশ কনস্টেবলসহ দুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের থানা– পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন। রোববার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫) দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত। অন্যজন তার বন্ধু মো. রাজু (৪৫), তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী দুই দোকানি জানান, মারধর করে পুলিশে দেওয়া ওই দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি, তারা নাকি পুলিশের লোক পরিচয় দিয়েছেন। পরে লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট দেখান। এ বিষয়ে ওসি আল মামুন বলেন, ‘স্থানীয় লোকজন আমাদের কাছে যে দুই ব্যক্তিকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন তার বন্ধু। মূলত সানারপাড় এলাকার কয়েকজন ছেলে পকেটমার আখ্যা দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ বলে মারধর করেন।’ ওসি আরও বলেন, ‘যে ব্যক্তি পুলিশের সদস্য তার কাছে অরিজিনাল কার্ডই রয়েছে। সে পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে তাদের পকেট মারতে এসেছে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা