আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৩০

সোনারগাঁয়ে গভীর রাতে বসত বাড়িতে হামলা

ডান্ডিবার্তা | ১১ নভেম্বর, ২০২৪ | ৯:১৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সোনারগাঁয়ে একটি বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে চেয়ার টেবিল আসবাবপত্র ভাঙচুরসহ জানালার গ্লাস ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় মহসিনের বাড়িতে। মহসিনের দাবি তার জমিটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে কাঁচপুর উত্তরপাড়া এলাকার শাহ আলম তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  এরআগে বুধবার দিবাগত গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম সোনারগাঁ উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মো: আক্কাছ আলীর ছেলে। অভিযোগসূত্রে জানাগেছে, ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মহসিন সোনারগাঁ থানাধীন কাঁচপুর মৌজাস্থিত সিএস ও এসএ দাগ নং-১১৬০, আরএস-২৬০৬ নং দাগে ৪৮ শতাংশ জমি হতে ১৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে বসতবাড়ি স্থাপন করে।  এরপর থেকে কাঁচপুর উত্তর পাড়া এলাকার শাহ আলম জোরপূর্ব সম্পত্তিটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা চালায়। গত বুধবার গভীর রাতে শাহ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তিটি জোর পূর্বক দখল করার জন্য মূল গেইটের তালাসহ দুইটি কক্ষের তালা ভেঙ্গে ভিতওে ঢুকে চেয়ার টেবিল, বৈদ্যুতিক পাখা ও জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়া বাড়ীর নামফলকও ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এরআগেও দুইবার শাহ আলম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম জানায়, আমি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করি নাই। এই সম্পত্তির ওয়ারিশদের কাছ থেকে আমি জমি কিনেছি। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দোষীদের আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা