
ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলা জি.আর ইন্সটিটিউট মিলনায়তনে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সোনারগাঁ উপজেলা শাখা। রোববার ১০ নভেম্বর সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্তের সভাপতিত্বে ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জুম্মি আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলার সাধারণ সম্পাদক হাসিবা হাসনাত সামিয়াসহ সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে বিশ্বজয় করার সুযোগ রয়েছে। আমাদের দেশকে গড়ে তুলতে হবে সেজন্য নিজেকে তৈরী করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ আরো বলেন, বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে আমরা দেখেছি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সর্বত্রভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের পরে শিক্ষার্থীদের এখন দেশ গঠনের কাজেও যুক্ত হতে হয়েছে। সকল মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুতি করে তুলতে হবে। নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং খুনি হাসিনার পতনের লড়াইয়ে অগ্রভাগে ভূমিকা রেখেছে বর্তমান তরুণ সমাজ। এই তরুণদের বড় অংশ ছিলো স্কুল-কলেজ পড়ুয়া এবং এবারের পরীক্ষার্থীরা। তরুণদের এই সাহসী ও সক্রিয় ভুমিকা এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খা অসংখ্য সম্ভাবনার দার উন্মোচন করে। ২৪ গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ ও রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদেরই ভূমিকায় থাকতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় থাকার কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে মোমেন হাসান প্রান্ত বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন ও ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন এ আশা রাখি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯