আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৬

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে দিপুর যুদ্ধ ঘোষনা

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকাকে শতভাগ মাদক মুক্ত করার ঘোষণা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী এক সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন,  ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সালাহউদ্দিন দেওয়ান, মোমেন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ২ মাসের মধ্যে পাড়াগাঁও এলাকাকে শতভাগ মাদক মুক্ত করা হবে। এখানে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে সোর্পদ করা হবে। যাদের ভিটেবাড়ী দখল করেছে তাদের সম্পত্তিও ফিরিয়ে দেয়া হবে। রূপগঞ্জের কোথাও জোরজুলুম চলবে না। রূপগঞ্জকে মাদকমুক্ত করতে সব ধরণের আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা