
ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা (কাঁচপুর)-সিলেট মহাসড়কের ৪ লেন সড়ক উন্নতিকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ৩২ জন ক্ষতিগ্রস্ত জমির মালিক। এ নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দাবী আদায় না হলে কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, আপত্তি থাকলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মধ্যে বারেক মোল্লা, ডাক্তার তুহিন মিয়া, মুরাদ মিয়া, মাসুদা বেগম, মোসলেমা বেগম জানান, সাপোর্ট টু ঢাকা-(কাঁচপুর) সিলেট তামাবিল মহাসড়ক চার লেন উন্নীত করন এবং উভয় পাশের সার্ভিস লেন নির্মান প্রকল্পের জন্য দুপ্তারা ও পাঁচ রুখি মৌজায় সরকার জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক প্রস্তাবিত চার লেনের উপরে আমাদেরকে ভুমি অধিগ্রহনের নোটিশ প্রদান করেন। জেলা প্রশাসনের অধিগ্রহন কর্মকর্তা যাচাই বাছাই করে অধিগ্রহনকৃত ভূমির মুল্য প্রস্তাব করেন। প্রস্তাবিত মূল্য দেখে আমরা হতবাক হই, আমরা দেখতে পাই যে আমাদের ভূমির ন্যায্য মুল্য নির্ধারণ করা হয়নি। কিন্ত আমাদের একই মৌজায় পাশাপাশি দাগের অন্যান্য মালিকদের অধিগ্রহনকৃত জমির মূল্য কয়েকগুন বেশি নির্ধারন করা হয়েছে এবং টাকা হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে আমাদের ভূমির মূল্য কম দেখিয়ে আমাদের সাথে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুক্ষীন করা হয়েছে। তারা আরও জানান, আড়াইহাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাবুর প্রভাব খাটিয়ে জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমপি বাবুর অনুগত ও পছন্দের লোকদের উপযুক্ত মূল্য প্রদান করলেও আমরা ভিন্ন মতের হওয়ায় কোন যৌক্তিক কারণ ছাড়াই সম্পূর্ন অন্যায় ভাবে আমাদের উপযুক্ত মূল্য না দিয়ে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ করা হয়। নজরুল ইসলাম বাবুর লোকজন আমাদেরকে জেলা প্রশাসনের প্রস্তাবিত মূল্য মেনে নিয়ে টাকা গ্রহন করার জন্য হুমকি-ধামকি ও চাপ প্রদান করেন। আমরা তাতে রাজি না হয়ে আত্মগোপনে থাকি। কারণ আমাদের পাশের জমি আর,এস ২৪৫ দাগে প্রতি একর ৭ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হলেও আমাদের আর,এস ২৪৪ দাগের মূল্য নির্ধারন করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকা। এভাবে বহু মালিককে উপযুক্ত ক্ষতিপুরন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একমাত্র জমিটুকু দিয়ে দিলে আমাদের কোন জমি অবশিষ্ট থাকবে না। সুতরং আমাদের শেষ সম্বলটুকুর ন্যায্য ক্ষতিপুরন না পেলে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে খোলা রাস্তায় জীবন যাপন করতে হবে। তাই সরকারের কাছে আমরা আমাদের জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। তারা অভিযোগ করেন, অধিগ্রহনের সময় ডোবা নালা জমি বাণিজ্যিক দেখিয়েছে। অথচ সড়কের পাশের ভরাট জমি ডোবা দেখিয়েছে। তাই আমরা অধিগ্রহনকৃত জমির সঠিক মূল্য পুনরায় যাচাই বাচাই সাপেক্ষে প্রকৃত ন্যায্য ক্ষতিপূরন নির্ধারনের জন্য ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করি। কিন্তু এই ব্যাপারে জেলা প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় আমরা ২৩ অক্টোবর মানবন্ধন করেছি। আমরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে জীবন দিবো কিন্তু জমি দিবো না। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিবো। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমি নতুন যোগদান করেছি, এ বিষয়ে তেমন কিছুই জানি না। তবে, যতটুকু জানি মৌজা অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। তারপরও তাদের যদি আপত্তি থাকে তাহলে তারা আসলে, তাদের আপত্তির বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯