আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২০

নূর হোসেন দিবসে ঢাকায় গ্রেফতার নারায়ণগঞ্জের ৭ জন

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৫৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ডাকা সমাবেশস্থল গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকা থেকে নারায়ণগঞ্জের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদেরকে পল্টন ও শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকার মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের ৭ জন আছেন বলে পুলিশ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের মধ্যে ২ জন নারী রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রূপগঞ্জের মহিউদ্দিন হোসেন (৩৮), রেহেনা বেগম (৪৫) ও লাকি বেগম (৪৫), সোনারগাঁর মোশাররফ হোসেন (৪৫), কামরুল ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৩৮), সদর থানা এলাকার রাসেল হায়দার (৪২)। পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রোববার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এদের মধ্যে নারায়ণগঞ্জের ৭ জন আছেন। গ্রেপ্তারকৃতদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে আরও বলা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন। তারা পরস্পর যোগসাজশে একত্র হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করে। তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অমান্য করে যেকোনো ধরনের বড় অঘটন ঘটাতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা