
বন্দর প্রতিনিধি:
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা আনোয়ার খান (৫৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪৫)কে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আহত শিল্পী বেগম বাদী হয়ে হামলাকারি লেডি সন্ত্রাসী রেজিয়া খাতুন তার ছেলে ফিরোজ, রিপন, শিপন মেয়ে জিয়াসমিন, নার্গিস, ও একই এলাকার শিপন মিয়ার ছেলে লিয়নসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহমুদনগর এলাকার আনোয়ার খানের স্ত্রী শিল্পী বেগমের সাথে একই এলাকার মৃত সদরুল আলমের স্ত্রী রেজিয়া খাতুনের সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাহমুদনগর এলাকায় লেডি সন্ত্রাসী রেজিয়া খাতুনসহ উল্লেখিতরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম ও তার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার খানকে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় শিল্পী বেগম উল্লেখিতদের গালাগালি করে নিষেধ করলে ওই সময় প্রতিপক্ষ রেজিয়া খাতুন ও তার ছেলে ফিরোজ মিয়া দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার খানকে হত্যার উদ্দেশ্যে চাপাতি উল্টা পাশ দিয়ে ও লাঠিসোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় শিল্পী বেগম তার প্রতিবন্ধী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় সন্ত্রাসী ফিরোজ ও লিয়ন শিল্পী বেগমকে শ্লীতাহানী করে তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। আমাদের চিৎকারে শব্দ পেয়ে আমার ছেলে ইব্রাহিম খান ইমন ঘটনাস্থলে আসলে ওই সময় তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় সকল হামলাকারিরা আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৬ আনা ওজনের স্বর্নের কানের দুল ও বিভিন্ন আসভাবপত্র ভাংচুর করে আরো ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯