
ডান্ডিবার্তা রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বাস ভাড়া কমানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। নারায়ণগঞ্জ টু ঢাকা ৪৫ টাকা ও ছাত্রদের হাফ ভাড়া করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্র জনতার কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। যানজট ছাড়া রাস্তায় চলাফেরা করা যেন কাল্পনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে মূলবান সময় নষ্ট হচ্ছে, রুগী কষ্ট পাচ্ছে, জন-জীবন ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বাস ভাড়া কমানো ও যানজট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, শ্রমিক আন্দোলন জেলা ও নগর সভাপতি মুহা. ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, যুব আন্দোলন জেলা সভাপতি যুবায়ের হোসেন, হাজী আমানুল্লাহ, ডা. সাইফুল ইসলাম, মাও. শামসুল আলম প্রমুখ নেতৃবৃন্দ। মাও. দ্বীন ইসলাম বলেন, একদিকে যানজটে শহর জীবন থমকে যাচ্ছে অন্যদিকে বাসের বর্ধিত ভাড়া দিতে মানুষের কষ্ট হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। অনতিবিলম্বে যানজট নিরসন সহ ভাড়া কমানোর কার্যকরি পদক্ষেপ দেখতে চাই আমরা নারায়ণগঞ্জবাসী। নেতৃবৃন্দ উপদেষ্টা পরিষদের চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করে বলেন, তার মত বিকৃত রুচির মানুষ দেশ পরিচালনা করলে দেশবাসী ভাল কিছু পাবে না। তার নির্মিত নাটক ও সিনেমার মাধ্যমে সমাজে পরকিয়া, সমকামীতা সমাজ বিধ্বংসী ভুমিকা পালন করে আসছে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন একজন বিকৃত রুচির মানুষ জুলাই বিপ্লব পরবর্তী সরকারের উপদেষ্টা হতে পারেন না। তাছাড়া সরয়ার ফারুকী ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরে নিরীহ হেফাজত কর্মীদের উপর আওয়ামী ফ্যাসিস্টদের চালানো গণহত্যার একজন সমর্থক। আমরা তার পদত্যাগ দাবি করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯