আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৩

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৪ | ১০:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঢাকা -নারায়ণগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করার দাবীতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু করে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিনের পর কালীর বাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে  শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষন ফোরামের আহবায়ক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানায়, ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলে তাদের রেখে যাওয়া উচ্ছিষ্টের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহণ সেক্টরকে জিম্মি করে রেখেছে। আগামি ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবী ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়েন ৫৫ করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল কর্মসুচি পালন করা হবে।

গত ২৬ অক্টোবর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি জানায়, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়। এর কিছু আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র্যাবকে চিঠি  দিয়ে জানিয়েছিলো শামীম ওসমান পরিবহন থেকে চাঁদা নেয়।উল্লেখ, ঢাকা-নারায়নগঞ্জ রোডে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ১৭কিলোমিটারের ভাড়া দীর্ঘ দিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছে বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করে। সরকার পর্যায় ক্রমে ডিজেলের দাম কমানোর পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা