
ডান্ডিবার্তা রিপোর্ট:
দেশে সামাজিক অস্থিরতা বাড়ছে, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত আছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট শেখ হাসিনা সরকারের আমলের মতই আছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন দেখি না। গণঅভ্যুত্থানের আকাঙ্খা সামনে রেখে দেশব্যাপী ১নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণতন্ত্র জাগরন যাত্রা চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ফতুল্লা থানা কমিটির উদ্যোগে আজ ১৫নভেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ৩টা থেকে ৫.৩০টা পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ইসদাইর বাজার থেকে শুরু হয়ে পথে পথে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সকল সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত কুমার দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য এম, এ, শাহীন, নুরুল ইসলাম, থানা সদস্য আলমগীর হোসেন, আমজাদ হোসেন, শাখা সদস্য সুনীল কৃষ্ণ মাঝি প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট চলছে, লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে; সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হয়েছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি উপজাতীয়দের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে। বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে। মজুরি চাইতে গিয়ে শ্রমিকরা গুলি খেয়েছে। ইতিমধ্যে ৪জন গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়েছে। এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নেয়নি। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব, অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের ওপর এখনো হামলা করা হচ্ছে, পদ থেকে সরে যাবার জন্য হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কিভাবে হবে? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পূর্ণ বাস্তবায়ন হোক। দেশ কি নতুন করে অন্য এক স্বৈরতান্ত্রিক পথে হাটছে? আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের সংগ্রামে মাঠে আছি। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর আন্দোলন সমর্থন করে নেতৃবৃন্দ বলেন, আমরা কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে আছি। দাবি না মানলে ১৭নভেম্বর হরতালে অংশ নেব। নেতৃবৃন্দ আরও বলেন, আমরা জুলাই-আগষ্ট হত্যকান্ডের বিচার চাই। গণঅভ্যুত্থানে নিহত, আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসা চাই। জনজীবনের নিরাপত্তা চাই। সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল চাই। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯