
ডান্ডিবার্তা রিপোর্ট:
দুইদিন ব্যাপী জাতীয় ও ৪র্থ ক্যামব্রিয়ান তায়কোয়নদো (ITF) চ্যাম্পিয়নশীপ ২০২৪ প্রতিযোগিতা নারায়ণঞ্জে শুরু হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর’২৪ নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা শুরু হয়। তায়কোয়নদো ফেডারেশন অফ বাংলাদেশ (ITF) এবং ক্যামব্রিয়ান তায়কোয়নদো গ্রুপ—এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবদুল্লাহ আল—মাসুদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ, সকাল ১০:৩০ মিনিটে তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই জাতীয় প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ জাতীয় আয়োজনের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সামাজিক অবক্ষয় প্রতিরোধে তায়কোয়েন—দোকে গুরুত্ব দেওয়া উচিত। নারায়ণগঞ্জে এই জাতীয় প্রতিযোগিতার আয়োজনের জন্য ক্যামব্রিয়ান কতৃর্পক্ষ এবং তায়কোয়েনদো ফেডারেশন কতৃর্পক্ষকেও সাধুবাদ ও অভিনন্দন জানাই। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ুম, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বান্ত্বনা রানী রায়, প্রেসিডেন্ট তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ, সাংবাদিক লেখক গবেষক ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের কোঅর্ডিনেটর আনিসউর রহমান আনিস, মো. জাহাঙ্গীর আলম শ্যামল, সভাপতি (প্রস্তাবিত), বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়েন—দো ফেডারেশন, মোহাম্মদ শাহজাহান আলী, সভাপতি, বাংলাদেশ আন্তজার্তিক তায়কোয়েন—দো ফেডারেশন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. ইউনুস আলী, মো. আনেয়ার হোসেন, প্রধান প্রশিক্ষক, মো. নাহিদুল ইসলাম, প্রশিক্ষক, বাংলাদেশ আন্তজার্তিক তায়কোয়েন—দো ফেডারেশন। অনুষ্ঠানে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯