
ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখীতে সাবেক সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ড. ব্যারিস্টার রাবিয়া ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (১৬ নভেম্বর) শনিবার দুপুর ২টায় উক্ত নানাখী এলাকায় সামারা ভিলেজের স্থায়ী মঞ্চে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এডিপিইও আজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মিরপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার জামিলা আক্তার, ভূইয়া একাডেমীর জিএম গোলাম সারোয়ার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসোসিয়েটস রেহেনা কবির উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইকরাম হোসেনের সার্বিক আয়োজনে ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন ও নজরুল ইসলাম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোনারগাঁয়ের সকল প্রাথমিক বিদ্যালয় থেকে যারা ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি হলে বিনা ভর্তি ফি ও বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং অত্র স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জনকে অর্ধেক বেতনে লেখাপড়ার সুযোগ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. ব্যারিস্টার রাবিয়া ভূইয়া।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯