আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:১৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া নিয়ে সমঝোতায় হরতাল প্রত্যাহার

ডান্ডিবার্তা | ১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ডিজেল চালিত বাসের নতুন করে ভাড়া নিধারণ করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের নেতৃবৃন্দ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার জিরো পয়েন্ট পর্যন্ত বাস ভাড়া ৫৫ টাকা থেকে ৫০ টাকা করা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই ভাড়া কার্যকর করতে পরিবহন মালিক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, পরিবহনের ভাড়া ৪৫ টাকা আমরা নির্ধারণ করতে পারছি না। পরিবহন মালিকদের থেকে দাবি ছিল আমরা এটা পোষাতে পারবো না। আমি বলেছি দুই মাস যাওয়ার পর বিআরটির সাথে মিটিং করে আমরা আবার বসবো, আপনাদের কি লাভ হয় তা দেখব। যাত্রীদের কথা চিন্তা করে শহরের বাস স্ট্যান্ড থেকে ঢাকায় জিরো পয়েন্ট পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হলো। পরিবহন মালিকদের বলবো, আগামীকাল সোমবার থেকে এই ভাড়া কার্যকর করা হবে। যেকোন স্ট্যান্ড সেটি চাষাড়া, শিবু মার্কেট যে স্থান থেকে হোক ভাড়া ৫০ টাকা হবে। বাস ভাড়া কামানোর দাবিতে যাত্রী অধিকার একটি কর্মসূচী ঘোষণা করেছেন। তাদের অনুরোধ করবো, ৫০ টাকা নির্ধারণ করলাম। এটি মেনে নিয়ে আগামীকাল অর্ধবেলা হরতালের যে ঘোষণা দিয়েছে সেটি তারা আজ প্রত্যাহার করবেন। আশাকরি, যাত্রী অধিকার ও বাস মালিকদের যে দাবি তা আজকের ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি হবে। অপরদিকে রাতে যাত্রী অধিকার ফোরাম আজ রবিবারের অর্ধবেলা হরতার প্রত্যাহার করে নেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে ২০২২ সালে ৫৫ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। বিআরটিএ‘র সহায়তায় তখনকার জেলা প্রশাসক এই ভাড়া নির্ধারণ করেছিলেন। সেই সময়ে ডিজেলের মূল্য, যাত্রাপথ বিবেচনায় এই মূল্যা নির্ধারণ করা হয়েছিল। ২০২৪ সালে বিআরটিএ আবারও দূরত্ব বিবেচনায় একটি হিসেব বের করে। সেই অনুযায়ী ভাড়া ৫৩ টাকা হয়। বাসগুলো যাতায়াতের জন্য বিভিন্ন জায়গায় টোল দিতে হয়। এর জন্য পরিবহনগুলো থেকে ৫৫ টাকা করে ভাড়া নেওয়া হয়। তিনি আরও বলেন, যাত্রী অধিকার ফোরাম, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্রদের থেকে দাবি জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা হোক। এর জন্য প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়। যাত্রী অধিকার ফোরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কমিটির কথা হয়। দফায় দফায় পরিবহন মালিকদের সাথেও কথা হয়। তারা পরিবহন ব্যবসায়ে লাভ-লসের হিসেব করেন। জেলা প্রশাসন থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পথে পরিবহনের ভাড়া কমানোর জন্য। পরিবহন মালিকদের নিয়ে মাইলেজ হিসেব করা হয়। পরিবহন সেক্টরে চাঁদাবাজি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যাত্রী অধিকার ফোরাম থেকে একটি দাবি বারবার বলা হয়েছে, যে পরিবহন সেক্টরের চাঁদাবাজি হচ্ছে। পরিবহন মালিকদের উদ্দেশ্যে আমি বলব, কোনভাবেই চাঁদাবাজদের প্রশ্রয় দিব না। পরিবহন সেক্টরে যদি কোনরকম চাঁদাবাজির ঘটনা ঘটে, এর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কেউ যদি চাঁদাবাজির শিকার হন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমাদের জেলাতে সেনাবাহিনী কাজ করছেন, তাদের ওই বিষয়টি বিবেচনায় রয়েছে। অপরদিকে গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সাংবাদিক সংবাদিক সম্মেলন করে আজকের হরতার প্রত্যাহারের ঘোষনা দিয়ে বলেন, ত্রিপক্ষিয় সভায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা, এসি বাস ৭০ টাকা এবং সকল বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার সিদ্ধান্ত হওয়ায় আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি, সদস্য এবি সিদ্দিক, আলহাজ¦ মো: নুরুদ্দিন, এড, আওয়াদ হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে নানা কর্মসূচী পালন করে আসছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যরা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয় সংগঠন থেকে। সেই সাথে বাস ভাড়া না কমানো হলে আজ ১৭ নভেম্বর অর্ধ বেলা হরতালের ডাক দিয়েছিল তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা