আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জে বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণ সভা

ডান্ডিবার্তা | ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণসভা করেছে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আবু বকর, ডিএফইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিএফইউজের কাউন্সিলর জামাল উদ্দি বারী, ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন সুমন প্রমুখ। বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, দীর্ঘ ১৭ মাস রুহুল আমিন গাজী জেলে ছিলেন। জেলে থেকে চিকিৎসা চেয়েছেন, বারবার অন্তত টেস্ট করাতে দিতে আবেদন করেন। কিন্তু তারা সেটা করতে দেয়নি, বলেছেন উপরের নির্দেশ আছে। সেখান থেকেই ক্যান্সার হয় তার। কিন্তু তিনি আমাদের বুঝতেও দেননি। ৫ আগষ্ট তিনি বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে পর্যন্ত গিয়েছিলেন। নেতৃত্বের দিক থেকে তিনি এক নম্বর ছিলেন। গত কয়েক যুগেও কেউ তার সমান হতে পারেনি। রুহুল আমিন গাজীর মত নেতা পেতে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, পটপরিবর্তিত সরকার সহযোগিতা করে বন্ধ মিডিয়া গুলো খুলে দিবে কিন্তু এটা কি দেখছি, এখনো বন্ধ মিডিয়া গুলো খুলে দেওয়া হয়নি। অনেক সাংবাদিকদের এটার সঙ্গে রুজি রোজগারের সর্ম্পক, অনেক সাংবাদিক ভাই আছে তারা অভিজ্ঞ হয়েও চাকরী পায়নি। তিনি বলেন, অনেক জায়গায় এখনো ফ্যাসিবাদরা বসে আছে, এখনো চাকরী করছে, এরা কিভাবে বিভিন্ন চ্যানেলে নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের কাছে অবাক লাগে। আমরা আপনারের সময় বেধে দিতে চাই না, তবে এটুকু বলতে চাই অবিলম্বে ফ্যাসিসদেরকে সরিয়ে দেন। আমাদের বন্ধ মিডিয়া গুলো উদ্ধার করার জন্য, আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করনীয় তা করব। তিনি বলেন, এরশাদও বন্দুক নিয়ে গদি রক্ষার চেষ্টা করেছিল। টিকতে পারেনি। তেমনি ফ্যাসিস্ট সরকারও টিকতে পারেনি। রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা তখন সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এজন্যই ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল সাংবাদিকদের ওপর। তিনি বলেন, শামীম ওসমানের মত লোক খেলা হবে বলে বলে পুরে দেশ মাথায় তুলেছিল। সেই শামীম ওসমানকে এই প্রেসক্লাব পাত্তা দেয়নি। যেই সন্ত্রাসী হোক। প্রেসক্লাবে হামলা হলে তাদের ছাড় দেয়া হবে না। মামলা দিয়ে আপনারা টিকতে পারবেন না। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমরা ছাড় দেব না। আমরা আবারও রাজপথে নামবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা