
ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে বিবির কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের কলেজ ছাত্রী (১৮) এর সাথে পাশের বাড়ির জমির আলীর ছেলে আকাশ (২০) এর সাথে দেড় বছরের প্রেম চলছিল। এর মাঝে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বারবার আকাশকে বিয়ের চাপ প্রয়োগ করা হলেও সে বিয়েতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর পরিবার তিন মাস পূর্বে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আকাশ বেপরোয়া হয়ে ওঠে মেয়েটির স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে। সে ভিকটিমকে বলে স্বামীকে ডিভোর্স দিলে সে তাকে বিয়ে করবে অবশেষে আকাশের হুমকি ধামকির কারণে এবং বিয়ের আশ্বাস পেয়ে মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। গত ১৬ ই নভেম্বর মেয়েটির বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে আকাশ রাত ৮টার দিকে ওই মেয়ের ঘরে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেয়। তখন মেয়েটি তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করলে তার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার সততা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯