আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৩৮

ডন সেলিমের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

ডান্ডিবার্তা | ১৯ নভেম্বর, ২০২৪ | ১০:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিল্লাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন।  রূপগঞ্জ থানায় অভিযোগ সহ মামলা ও জেলা প্রশাসক বরাবর স্বরক লিপি প্রদান করছেন বলে জানিয়েছেন আড়ৎ মালিক ব্যবসায়ী মুজিবর রহমান। সেলিম প্রধানের সাথে চুক্তিবদ্ধ বিষয়ে উল্লেখ করে তিনি বলেন,  সেলিম প্রধানের ১৬ বিঘা খালি জমি ১০ বছর মেয়াদে তারা ভাড়াটিয়া চুক্তিপত্র সম্পাদিত হয়, যা ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ২০৩০ইং সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ এবং ২০২১ সালের পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে মর্মে চুক্তিপত্রে উল্লেখ আছে। চুক্তির শর্ত মোতাবেক সেলিম প্রধানকে জামানত বাবদ আমি ৬০ লাখ টাকা প্রদান করি এবং পরবর্তীতে আরো ১০ লাখ টাকা প্রদান করি এবং  চুক্তিপত্রের শর্ত মোতাবেক ওই জমি বালি দিয়ে ও ভরাট করি। এরইমধ্যে পরপর দুইবার আড়ৎ থেকে তার সন্ত্রাস বাহিনী নিয়ে অবৈধভাবে দখল, চাদাবাজি সহ বিসমিল্লাহ আড়ৎদার ব্যবসায়ীদের কে হুমকি ও জীবন নাশের ভয়-ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকার চাঁদাবাজি করে। এ বিষয়ে আমরা রূপগঞ্জ থানা ও প্রশাসনে অভিযোগ গ্রহণ করলে সেলিম প্রধানের সন্ত্রাস বাহিনীর দুই চাঁদাবাজকে গ্রেফতার করে আইনি হেফাজতে নেওয়া হয়। এখন পুণরায় আমাদের ফোনে এবং বিভিন্ন ব্যক্তি মারফৎ জীবন নাশের হুমকি দিয়ে আসছেন ও আড়ৎ পুণরায় বেদখল করার পায়তারা করছে। এতে আড়ৎতের বিশাল ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনসহ পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। সেলিম প্রধানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছিলো। বর্তমানে এসকল মামলা বিচারাধীন রয়েছে সেই সাথে সেলিম প্রধান জামিনে রয়েছেন। আর দুদকের একটি মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল রায় দিয়েছেন আদালত। তাতে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদন্ড দিয়েছিলেন আদালত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা