
ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লা থানাধীন কাশীপুর উত্তর গোয়ালবন্দ পঞ্চায়েত কমিটির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর ) বাদ যোহর দেওভোগ বাংলাবাজার সংলগ্ন উত্তর গোয়ালবন্দ এলাকায় উত্তর গোয়ালবন্দ পঞ্চায়েত কমিটির নিজস্ব কার্যালয়ে পরিচিতি সভার সভাপতিত্ব করেন উত্ত সংগঠনটির সভাপতি হাজী রমজান-উল-রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। সভায় বক্তব্যকালে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আপোষ নেই। এ ধরনের কর্মকান্ডে যেই জড়িত থাকা কাউকে কোনভাবেই পুলিশ ছাড় দেবেনা। একটি এলাকায় মাদক-সন্ত্রাস দমনে এলাকায় শান্তি রাখতে একটি পঞ্চায়েত কমিটির ব্যাপক ভূমিকা হয়ে থাকে। তিনি বলেন, পঞ্চায়েত একটি প্রাচীন সংগঠন। পঞ্চায়েত কমিটি হওয়ার পরই কিন্তু গ্রাম্য আদালত হয়েছে, বিট অফিসার হয়েছে, কমিউনিটি পুলিশিং হয়েছে যার কারণে আমরা সর্বক্ষেত্রেই পঞ্চায়েতকে সর্ব সম্মানের সাথে দেখি। আমি কাশীপুর উত্তর গোয়ালবন্দ পঞ্চায়েত কমিটিকে সাধুবাদ জানাই। কারণ আপনারা একটি মহৎ কাজ হাতে নিয়েছেন। আমি আপনাদের অবগত করতে চাই ফতুল্লা থানা এলাকায় কিন্তু ৩০ লক্ষ লোকের বসবাস। যা পৃথিবীর কিছু ৭০টি দেশে ও নেই। এতো মানুষের নিরাপত্তা কিন্তু এই থানার সামান্য পুলিশ প্রশাসন দ্বারা সম্ভব না। সেই কারণে আমাদের কিন্তু সর্বদা আপনাদের সহযোগীতা প্রয়োজন। আর সহযোগীতার পূর্বে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর পঞ্চায়েতের একটি সঠিক নীতিমালা অনুযায়ী যে যে কাজগুলো রয়েছে আপনাদের সকলকে সেই কাজই ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। এর বাহিরে যা আছে সব কিছু আইনের হাতে ছেড়ে দিতে হবে। তিনি আরো বলেন, একটি পঞ্চায়েতের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সংস্থা আছে যেমন, র্যাব, সেনাবাহিনী, ডিবি, পুলিশ সবই পঞ্চায়েতের সঠিক সিদ্ধান্তে একমত থাকে কারণ আমরা কেউ আইনের উর্ধ্বে নয়। আর আমি এই সভা থেকে আপনাদের আসক্ত করতে চাই আপনাদের আইনগত সুবিধা থেকে শুরু করে সকল প্রয়োজনে আমি ও আমার থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সভাপতিত্বের বক্তব্যে হাজী রমজান-উল-রশিদ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন পুলিশ প্রশাসন থাকে তেমনি একটি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পঞ্চায়েত কমিটির ভূমিকা অপরিসীম। আমরা যারা সমাজে বসবাস করি তারা সকলেই চায় শান্তিতে বসবাস করতে। এলাকায় মাদক, ইভটিজিং, ভূমিদস্যুতা,সন্ত্রাস সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করবো। সকলের সহযোগীতা ছাড়া একটি সুষ্ঠু, সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, গত কয়েকবছর যাবৎ আমাদের এই উত্তর গোয়ালবন্দ এলাকা জুড়ে মাদক ও সন্ত্রাসীদের প্রভাব একটু বেড়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে আমাদের এই ৬নং ওয়ার্ড এলাকা কিছু বহিরাহতরা এসে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে যা এলাকার ভবিষ্যৎকে হেয় করে। আমরা এই সকল অপকর্মকারীদের হাত থেকে সমাজকে মুক্ত করতে এবং ছাত্র-জনতার আন্দোলনের যে দাবী সুন্দর দেশে সন্দর সমাজ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল রক্ত চক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি স্লোগানে একত্রিত থাকবো মাদক-সন্ত্রাস হাঠাও সমাজ বাচাঁও।
এ সময় উক্ত পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার এ এস আই আব্বাস, উত্তর গোয়ালবন্দ পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্বাছ আলী, সহ সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ সুমন ঢালী, অর্থ সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ সরকার সুজন, সহ অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা জুয়েল, সহ অর্থ সম্পাদক মোঃ আসলাম বেপারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সজিব হোসাইন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফারুক সিকদার, দপ্তর সম্পাদক মোঃ নাজির হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ রবিউল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ ক্রীড়া সম্পাদক মোঃ আসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান সরদার, প্রচার সম্পাদক গাজী ইকবাওল, সহ প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন টিটু, কার্যকরী সদস্য মোঃ হাসানুজ্জামান পিন্টু, মোঃ ওবায়েদ দেওয়ান, সরদার মোঃ সালাউদ্দিন, মোঃ দুলাল হাওলাদার, মোঃ মশিউর রহমান, মোঃ সোহেব হোসেন বাপ্পী, মোঃ বাদশা
বেপারীসহ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯