আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪১

রূপগঞ্জে খাল দখল করে বাড়ি নির্মাণ

ডান্ডিবার্তা | ২০ নভেম্বর, ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় সরকারী খাল দখল করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গ্রামের পানি নিস্কাশনের একমাত্র খালটি ভরাট করে একের পর এক বাড়ি নির্মাণের প্রতিযোগীতায় নেমেছে স্থানীয় দখলদাররা। ছাত্রদল ও যুবদল নেতাদের মোটা অংকের টাকা দিয়ে সরকারী খালের উপর বাড়ি নির্মাণ করছে বলে জানান এলাকাবাসী। এতে এলাকার পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শতশত পরিবার পানি বন্দি হওয়ার আশংকা রয়েছে। এলাকাবাসী জানায়, শত বছরের এ খালটি আগে আরও প্রশস্ত ছিল। দিনদিন এটি ভরাট হয়ে যাচ্ছে। সম্প্রতি আব্দুর রাজ্জাক ও জালাল মিয়া খালের উপর বালু ভরাট কওে বহুতল ভবন নির্মান করে। এতে খালটি বন্ধ হয়ে যায়। সাওঘাট গ্রামের পানি এ খাল দিয়েই টাটকী খালে এসে পরে। আবার বর্ষাকালে এ খাল দিয়ে পানি বিলে আসা যাওয়া করে। এ খালটি বন্ধ হয়ে গেলে গ্রামের প্রায় ১ হাজার পরিবার পানি বন্দিহয়ে পড়বে। পানি নিস্কাশন না হলে এক সপ্তাহের মধ্যে পুরু এলাকা পানিতে নিমজ্জিত হবে। ময়লা পানি ঘরে ঢুকে যাবে। এ গ্রামের অধিকাংশ মানুষ বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল। এখন খালটি ভরাট করে ফেলছে অনেকে। এতে করে পানি বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।  গোলাকান্দাইল ইউনিয়র বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভুইয়া জানান, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থ-বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়ার নির্দেশ রূপগঞ্জের সরকারী খাল দখল মুক্ত করতে হবে। আমার নেতার নির্দেশ মতে এ খালটিও দখল মুক্ত করতে আমরা সব রকম সহায়তা করব। বিএনপি নেতা নুরুজ্জামান রাজা ও নাজমুল হাসান জানান, শত বছরের এ খালটি সারা গ্রামের পানি নিস্কাশনের জন্য ব্যবহৃত হয়। সরকারী খালের উপর এভাবে বাড়ি নির্মান দুঃখজনক। উপজেলা প্রশাসনকে অনুরোধ করব অতি শীঘ্রই যেন এ খালটি দখল মুক্ত করা হয়। স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন বলেন, এ খালটি উদ্ধার না হলে আমরা এলাকাবাসী কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকব। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, রূপগঞ্জে সরকারী খাল বা জমি উদ্ধারে অভিযান চলছে। এ খালটিও আমরা উদ্ধার করতে অভিযান পরিচালনা করব। সরকারী খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা