আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৯

বায়ুদূষণে বিপর্যস্ত ১১৯ টি শহরের মধ্যে বিপজ্জনক অবস্থানে দিল্লি ও লাহোর, ষষ্ঠ স্থানে ঢাকা

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের লাহোর। বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কমলেও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে তবে গতকালের থেকে নিজেকে পিছিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকা।আজ সকাল ১০ টায় ঢাকার বায়ুর আইকিউএয়ার স্কোর ছিলো ১৮১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্বজুড়ে ১১৯ টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ স্থানে রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একই সময় ৪৭১ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি। এদিকে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের  লাহোরের স্কোর  ৪৫৭। আইকিউউয়ার স্কোর ৩০১  ছাড়িয়ে গেলে সেটি বিপজ্জনক হিসেবে ধরা হয় ।

ঢাকার বাতাস দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান মাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি।আজও ঢাকার বাতাস সকল মানুষের স্বাস্থ্যের জন্যই বেশ ক্ষতিকর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।ঢাকার দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের আজকের পরামর্শ হলো, খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এরই সাথে ঘরের জানালা বন্ধ রাখতে হবে এবং সম্ভব হলে বায়ু পরিশোধক ব্যবহার করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা