
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, পেঁয়াজ ও শাকসবজি বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক’র সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি গম বীজ ২০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০জনকে জনপ্রতি পিঁয়াজ বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০০ জনকে শাকসবজি (উফশি ) এর বিভিন্ন ধরনের জনপ্রতি ১২৩০ গ্রাম বীজ এবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা এবং ৪০০ জনকে জনপ্রতি শাকসবজি (হাইব্রিড ) এর বিভিন্ন ধরনের ৪০ গ্রাম বীজ , ১০ কেজি ডিএমপি সার এমওপি সার ১০ কেজি করে এবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা, প্রদান করা হয়। এ উপকরণ বিতরণের সময় সদর উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সংবাদকর্মী ও সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯