আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪৩

আবারও মেসি বার্সেলোনায় ফিরছেন

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: লিওনেল মেসির বিদায়ের ক্ষত এখনো শুকায়নি বার্সেলোনা–সমর্থকদের মন থেকে।শৈশব থেকে শুরু করে নিজের সেরা সময় বার্সেলোনাতে কাটিয়েছেন লিওনেল মেসি হয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি–বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক। চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে।

বার্সা ছাড়ার সময় আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। মাঝে গুঞ্জনও ছিল আবারও শৈশবের ক্লাবে ফিরবেন তিনি। তবে তা আর হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

তবে বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন মেসি। পুরোপুরি ভিন্ন কারণে ফিরছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানটি।

শুধু যে আমন্ত্রণ তা নয়, এই আয়োজনে সক্রিয় দায়িত্ব পালন করবেন মেসি এবং তিনি বর্ষপূর্তি উদযাপনের অন্যতম অংশও বটে। আর পুরো আয়োজনটি হবে বার্সেলোনার বিখ্যাত থিয়েটার গ্রান তেত্রে দেল লিসিউতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা