
ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারে সিএনজির বেপরোয়া গতির কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রুবি বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায়। নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ির যাওয়ার উদ্দেশ্যে ভুলতা থেকে সিএনজি করে বিশনন্দী যাচ্ছিল। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি চালালে ওই নারী তাকে বার বার সর্তকতার সহিত আরও কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথার কোন কর্ণপাত না করে গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজিটি পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক দ্রুত থামানো চেষ্টা করলে সিএনজির ভেতর রডে সাথে রুবি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতম জখম হয়। এসময় তার মাথা থেকে রক্ষক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি অটো চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে ঘরমুখো যাত্রী সাধারণ। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন সিএনজি অটো চালক হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে স্থানীয়রা জানায়, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী প্রায় সকল সিএনজি চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নাই। বেপোরেয়া গতিতে সিএনজি চালিয়ে প্রতিনিয়ত যাত্রীদের জানমালের ক্ষতিসাধন করছে। কম গতিতে কিংবা ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলে চালকরা যাত্রীদের শারীরিক ও মানসিক আঘাত করতেও দ্বিধা করেনা। উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোন প্রদক্ষেপ না নেয়ার চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯