আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১০:৫৭

মাছঘাটে দ্রুত সেড তৈরির দাবি মৎস্য আড়ৎদার সমিতির

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:২০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জের প্রায় ২শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পাইকারি মাছ বাজারের জন্য দ্রুত সেড তৈরির দাবি জানিয়েছেন ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার সমবায় সমিতি। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে সমিতিটির সভাপতি ফয়সাল আহমেদ এ দাবি তুলে ধরেন। শহরের অন্যতম নারায়ণগঞ্জ রেলস্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালের ঠিক পাশে এ বাজার অবস্থিত। তিনি বলেন, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার এটি। প্রায় ২শ বছরের পুরোনো এ ঐহিত্যবাহী পাইকারি মাছ বাজারের জন্য আমরা বহুদিন ধরে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র উপ মহাপরিচালক থেকে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা আজ করবো তো কাল করবো বলে আমাদের ঘুরাচ্ছে। এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি। তিনি বলেন, সুনামগঞ্জ, খুলনা, মুন্সীগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছ এ বাজারে আসে। আর এখান থেকেই নারায়ণগঞ্জ ও এর আশেপাশের বাজারগুলোতে মাছ সরবরাহ করা হয়। এ বাজারকে ঘিরে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। আমরা চাই তাদের রিজিকে যেন হাত না দেওয়া হয়। এখানে আপনারা জানেন নতুন বিআইডব্লিউটিএ’র নতুন ভবণ নির্মাণ করা হচ্ছে। আমরা স্বেচ্ছায় তাদের জন্য জায়গা ছেড়ে দিছি। তাই তাদের কাছে আমাদের দাবি, সবার আগে যেন আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করা হয়। আমরা এ জন্য প্রকল্প পরিচালক, বিশ^ ব্যাংকের প্রতিনিধি ও আমাদের প্রধান উপদেষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের দৃষ্ট আর্কষণ কামনা করছি। এসময় নারায়ণগঞ্জ ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সদস্য সুমনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা