আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪১

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নারী সহ ২জন আহত

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে  প্রতিপক্ষের হামলায় নারী সহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার মুকুন্দী গাজীপুরা এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো: বিল্লাল  ভূঁইয়া র সাথে একই এলাকার শুক্কুরআলী গংদের  দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিলো। শুক্কুরআলী গংদের  ভয়ে  বিল্লাল  ভূঁইয়া তার পরিবার নিয়ে  অন্যত্র ভাড়া থাকতো  এ বিষয়ে বিচার মিমাংসার কথা বলে গত ১৮ নভেম্বর খবর দিলে  বিল্লাল ভূঁইয়া শুক্কুর আলীর   বাড়ির সামনে উপস্থিত হওয়া মাত্র,  পুর্বপরিকল্পিত ভাবে উল্লেখিত শুক্কুর আলীগং ক্ষিপ্ত হয়ে   অকথ্য ভাষায় গালমন্দসহ  মারপিট  করিতে থাকে, এতে  বাধা দিলে  উত্তেজিত হয়ে তাদের হাতে থকা লাঠিসোঠা ও দেশীয় অস্রশস্র দ্বারা  হত্যার উদ্যেশ্যে মারপিট  করিতে থাকে  শুক্কুর আলীর  র হাতে থাকা লোহার রড দ্বারা শহিদুল্লহ র  মাথায় আঘাত করলে আঘাত লক্ষ্য ভ্রষ্ট হয়ে  তাহার  নাকে  লাগে, এতে নাকদিয়া রক্ত প্রবাহিত হতে  থাকে।   বিল্লাল  ভূঁইয়াকে রক্ষার জন্য পরিবারের লোকজন ছুটে এলে স্ত্রী মোসাম্মৎ হাফেজা বেগমকে জাকারিয়া, সোহেল সহ কয়েকজন  কিলঘুষি লাথি  মারতে থাকে এতে শহিদুল্লার স্ত্রী হাফেজার  ঘায়ে নীলা ফুলা জখম হয়। এসময় জাকিরিয়া শহিদুল্লাহর  পকেটে থাকা ২৩০ টাকা ও   সোহেল রাফেজা বেগমের গলায় থাকা ৪ আনা স্বর্নের চেইন আনুমানিক বাজার মুল্য় ৩০হাজার টাকা ছিনিয়ে নেয়।  তাদের  ডাকচিতকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা  পালিয়ে যায়।  আশপাসের লোকজন আহতদের কে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কমপেলেক্স এ চিকিৎসা করায়   ঘটনার বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গদের অবাহিত করিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো: এনায়েত হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যাবস্থাগ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা