আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:১৭

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

ডান্ডিবার্তা | ২৪ নভেম্বর, ২০২৪ | ১০:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রির্পোট:

“কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো এ শ্লোগানকে সামনে রেখে   সোনারগাঁয়ে রোববার (২৪ নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেণ্ট’র উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব’র সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি “আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার (তদন্ত) ওসি রাশেদুল হক খান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান, থানা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, যুবদল নেতা রাকিব হাসান প্রমুখ। টুর্নামেন্টে ঘরোয়া লিগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও, এছাড়া হারুন-অর-রশিদ, ইয়ানবী, রুবেল ও সবুজ পুরো টূর্ণামেন্টটি পরিচালনা করবে বলেও জানান আয়োজক কমিটি। রোববার থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে “নক আউট” পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে-সাঈদ স্মৃতি একাদশ,বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ, মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার,জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ, গজারিয়া ক্রিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ¬্যাডিএটোর্স ক্রিকেট ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নেয় মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ বনাম বেপারী একাদশ। খেলায় বেপারী একাদশ জয় লাভ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা