আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২৩

শহরের আর্দশ মার্কেট সমবায় সমিতির কোটি টাকা নিয়ে প্রতারক সুমন উধাও

ডান্ডিবার্তা | ২৪ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রির্পোট:

শহরের নয়ামাটি আর্দশ মার্কেট সমবায় সমিতি হতে ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারক দেওয়ান হামিদুল ইসলাম সুমন। এ ব্যাপারে সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই মাজহারুল ইসলাম কে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, আদর্শ মার্কেট সমবায় সমিতি সভাপতি মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে সমিতির ক্যাশিয়ার দেওয়ান হামিদুল ইসলাম সুমন গত ৩১ আগষ্ট সমিতির মেয়াদ শেষ হলেও বিবাদী সকলকে টাকা বুঝিয়ে না দিয়ে তালবাহানা করে। গত ৪ সেপ্টেম্বর সমিতির প্রায় এক কোটি টাকা আত্নসাৎ করে সমিতির সকল হিসাবের খাতা ও কাগজপত্রাদী নিয়া পালিয়ে যায়। এদিকে গোপন সূত্রে জানা যায়, বিবাদী সমিতির টাকা আত্মসাৎ করে দেশের বাহিরে যাওয়ার পায়তারা করছে। ব্যবসায়ীরা বলেন, এই সমিতির ৩৮৪ জন গ্রাহক ২ বছরের জন্য প্রতিজন ৫৫ হাজার টাকা করে জমা কনের। কিছু টাকা লোন দিলেও বকি ১ কোটি টাকা দিয়ে কোতালেরবাগ এলাকায় বাড়ি নির্মাণ করে প্রতারক সুমন। এ ব্যাপারে হামিদুল ইসলাম সুমন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা