আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৩০

সিদ্ধিরগঞ্জে মাদক বন্ধে মতবিনিময়

ডান্ডিবার্তা | ২৬ নভেম্বর, ২০২৪ | ৯:৪২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস.এম আসলাম বলেছেন, নাসিক ৬নং ওয়ার্ডে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা অতি দ্রুত সচেতন হয়ে যান এগুলো ছেড়ে দেন। কারণ সামনে আপনাদের সময় ভালো না কারণ আমরা অতীতের মত যারা এলাকায় প্রসারিতভাবে মাদক ব্যবসাটা এখানে করেছেন আমরা সেটা আর করতে দিব না। যদি আমরা এলাকার সকল মানুষ সকল মুরুব্বিরা আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করি সেই কমিটির মাধ্যমে আমরা এই এলাকা থেকে মাদককে প্রতিহত করবো।মাদক এমন একটা ব্যাধি এটা একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদেরকে নষ্ট করে ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। এই মাদকের হাত থেকে আমাদের এলাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে হবে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সুমিলপাড়া রেললাইন এলাকায় ৬নং ওয়ার্ডের উন্নয়ন, আইন-শৃঙ্খলা সংস্কার ও সকল প্রকার সমস্যার সমাধানের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আসলাম আরও বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে লাইটিং ব্যবস্থায় সমস্যা ছিল। আমরা সেটি চিহ্নিত করে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে মেরামতের ব্যবস্থা করে দিয়েছি। আরো কিছু কিছু জায়গায় লাইট নেই আমরা সিটি কর্পোরেশনকে সে তালিকা দিয়েছি তারা ব্যবস্থা করে দিবে।রাস্তাঘাট, ড্রেনেজ, মশক নিধন সমস্যা থেকে শুরু করে আরো বেশ কিছু সমস্যা রয়েছে। যা আপনাদের থেকে শুনে অবগত হলাম।আমরা এগুলোর তালিকা করছি। বাগপাড়া এলাকায় অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সব এলাকায় যাতে মশার ওষুধ প্রয়োগ করা হয় আমরা সেটার ব্যবস্থা নিয়েছি। আগামী সপ্তাহ থেকে সকল স্থানে মশার ওষুধ দেয়া হবে। আপনারা এলাকাবাসী আমার পাশে থাকলে আমরা সকলে মিলে একটি বাসযোগ্য সুন্দর ওয়ার্ড গড়তে পারবো ইনশাআল্লাহ। বিশিষ্ট সমাজসেবক আইনুলের সভাপতিত্বে ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নাসিক ৬ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই রিংকু, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মোস্তফা, সহ-সভাপতি আলী আহম্মদ, নাসিক ৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, নাসিক ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম  সাধারন সম্পাদক তাওলাত হোসেন, বিএনপি নেতা রুবেল হোসেন মিন্টু, চরশিমুলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মশিউর রহমান মশু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: বিপ্লব, আব্দুস সালাম, মজু মেম্বার, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দিপু প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা