আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪২

আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর আদালত পাড়ায় সমাবেশ করেন আইনজীবীরা। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন আইনজীবীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং ‘উগ্রবাদী’ সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান। মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে। আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ম করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বরবরতা। আইনজীবীদের কোন দল নাই, মত নাই।  তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবন যাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। তারা বাংলাদেশেল ষড়যন্ত্রাকারীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা  ও সার্বভৌমত্ব ধ্বংস করে দিতে চায়। ইস্কনের বহিস্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র করে পালিয়ে যেতে চেয়েছিল। তাকে বাংলাদেশের বর্তমান সরকার গ্রেপ্তার করেছে। তথাকথিত ইস্কনের নামে দেশের অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের জনগণ এই ষড়যন্ত্রকে মেনে নিবে না। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা