আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২০

ফতুল্লায় শিল্পপতির বাসায় দুর্ধষ ডাকাতি

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ফতুল্লায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়। পরে ঘরে থাকা ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। ডাকাতি শেষে দু’রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায় ডাকাত দল। বুধবার ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে রেজাউল করিম মালার ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আহত হয়। তাদের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ডাকাতির খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধারসহ ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। রেজাউল করিম মালা জানান, দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশদারী ৬ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাড়িয়ে ছিলো। ডাকাতরা তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের হাত ও পা বেধে ফেলে। এসময় চিৎকার করলে এলোপাথারী মারধর করে নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারী থেকে আরও স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে নিচ তলায় নেমে আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ভয় দেখিয়ে যায় পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা