আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরনে বন্দর উপজেলা প্রশাসনের দোয়া

ডান্ডিবার্তা | ২৮ নভেম্বর, ২০২৪ | ৮:৫৩ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি:

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ তরিকুল ইসলাম, বন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশরাফ, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারন সম্পাদক হারুন অর রশীদ লিটন, হেফাজত ইসলামী বন্দর থানা শাখার সেক্রেটারি হাফেজ কবির প্রমুখ। বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি সঞ্চলনায় স্মরন সভায়  গত ৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামীলীগের পেটুয়া বাহিনী কর্তৃক নিহতদের  বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ আন্দোলনের সময় যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে  অনুদান দেওয়ার ঘোষনা দেওয়া হয়। সে সাথে ছাত্র জনতার উপর হামলাকারিদের চিহৃিত করে অভিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়। স্মরন সভায় আরো বক্তব্য রাখেন, বন্দর ছাত্র আন্দোলনের সম্মানয়ক মিনহাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজনের ভাই অনিক, খেলাফত মজলিসের বন্দর থানা শাখা সেক্রেটারি মাজহারুল ইসলাম , গনঅধিকার পরিষদের সমন্বকারী মোঃ নাহিদুল ইসলাম প্রমুখ। স্মরন সভায় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুলসহ বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।  স্মরন সভা শেষে শহীদ ও আহতদের স্মরনে দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা