আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৪

ইসকন নিষিদ্ধের দাবিতে শহরে সমাবেশ

ডান্ডিবার্তা | ২৯ নভেম্বর, ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

৪৮ ঘণ্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি মসজিদের প্রধান গেটের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান। আব্দুল আউয়াল বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন। তাদের কার্যক্রম দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, ইসকনকে নিষিদ্ধ করা হোক। অন্যথায়, দেশের জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে।” তিনি আরও অভিযোগ করেন, ইসকনের কারণে সম্প্রতি হেফাজতের এক সদস্য সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। দ্রুত এই ঘটনার তদন্ত ও সুবিচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুসলিম জাতি মৃত্যুকে ভয় করে না। তারা নিজেদের ইমান ও ইসলামের পক্ষে দাঁড়াবে।” আব্দুল আউয়াল দাবি করেন, দেশের স্বাধীনতার সময় হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় হেফাজতের সদস্যরা ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, “আমরা মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। তবে এখন ইসকন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশের পরিবেশ অশান্ত করছে।” তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, “আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করুন।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, এবিএম সিরাজুল ইসলাম মামুন, মুফতি মাহমুদুল হাসান, জাকির হোসেন কাসেমী, ইকবাল করিম ফারুকী, আবু সায়েম খালেদ, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা