আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১৮

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার জমি দখল করতে গিয়ে প্রহরীকে মারধর

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৪ | ৯:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে এসও বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন জামিয়া ইসলামিয়া হযরত বেলাল হাফসী (রাঃ) মাদ্রাসা কমপ্লেক্সের জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৯ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মাদ্রাসা কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়। এর আগে গত ২৯ নভেম্বর দিনগত রাত পৌনে ১ টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন গোদনাইল বাগপাড়া এলাকার মৃত পিয়ার আলীর ছেলে মো. অকিল উদ্দিন ভূঁইয়া ও মো. স¤্রাট, গোলাপ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, মতিউর রহমানের ছেলে চোক্কা রিজন, মৃত সাকির আলী মাদবরের ছেলে আবুল কাশেম, চোরা বাবুলের ছেলে রাব্বি। অভিযোগে মাদ্রাসার মোতওয়াল্লী মো. মাসুম উল্লেখ করেন, বিবাদীরা উক্ত মাদ্রাসা ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করবে বলে বিভিন্ন সময় হুমকিসহ ভয়ভীতি প্রদান করতো। গত ২৯ নভেম্বর রাতে উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসার দক্ষিণ পাশের টিনের বেড়া ও পশ্চিম পাশের প্রধান গেইট ভাংচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করেন। এসময় অভিযুক্তরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে মাদ্রাসায় কর্তব্যরত প্রহরীকে মারধর করে জখম করেন। মাদ্রাসার প্রহরী ও ছাত্রদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা সময়মতো মাদ্রাসা দখল করার হুমকি প্রদান করে চলে যান। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, এ বিষয়ে যথাযথ তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা